|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৪
ছাগলনাইয়া যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সেপাল নাথঃ
স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলীয় নেতাকর্মীরা।কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং।
উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন'র সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মো. আবদুল মোমিন ভুঁইয়া'র সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক মো. ইউসুফ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান আজাদ, আবুল কাশেম সোহাগ, সদস্য ইসরাফিল দিদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাফর হোসেন মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রিয়াজ উদ্দিন মজুমদার টিপু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু প্রমুখ।
শেষে "শুভ শুভ দিন, যুবদলের জন্মদিন' এ স্লোগানে স্লোগানে কেক কেটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে অভিজ্ঞ ডাক্তার ধারা ফ্রী মেডিকেল সেবা প্রদান করেন উপজেলা ও পৌর যুবদল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের সকল স্তরের নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.