|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ জাকজমকপুর্ণ আয়োজন সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানাহাটে “আরাফাত রহমান কোকো স্মৃতি” ওয়ান- ডে-ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপী ইউনিয়নের দানারহাট আনসারিয়া ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে “বেগুনবাড়ী ইউনিয়নের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দের”র আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: এস. এম আবুল কাশেম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, উদ্বোধক জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: আহসান হাবীব, বেগুনবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: বাবুল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মো: রিপন ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ প্রমুখ।
ফাইনাল খেলায় “দানারহাট ফুটবল একাদশ” টিম টাইব্রেকারে ২ - ০ গোলে “নিশ্চিন্তপুর ফুটবল একাদশ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। দিনব্যাপী খেলা পরিচালনা প্যানেলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: জয়নাল আবেদীন ও মো: আরিফ হোসেন। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টকে জমিয়ে তোলে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে ঠাকুরগাঁও ও আশপাশের জেলার মোট ৮টি টিম অংশগ্রহন করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.