|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দাকোপে ঘূর্ণিঝড় “‘ডানা’ মোকা বেলায় প্রস্তুতি গ্রহনে জরুরী সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৪
দাকোপে ঘূর্ণিঝড় ‘ডানা"’র ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জরুরী প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ (অক্টোবর) বিকাল ৪ টারদিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরের পরিচালনায় জরুরী সভায় ঘূর্ণিঝড় ‘দানার’ বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
এ সময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্গিম হালদার, কৃষি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ হুমায়ন কবীর নয়ন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, চালনা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর দেবনাথ, ঘূর্নিঝড় দুর্যোগ এর সহকারী পরিচালক আলমগীর হোসেন, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ষ্টেশন কর্মকর্তা গোপাল দত্ত, মাধ্যমিকের একাডেমিক সুপার ভাইজার জুম্মত আলী, প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারন সম্পাদক জি.এম রেজা, সিপিপির উপজেলা টিম লেডার দেবাশীষ ঢালী, উপজেলায় দুর্যোগের উপর কর্মরত সকল এন.জি.ও প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.