|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফুলবাড়িতে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা, ১ নভেম্বর থেকে অভিযান শুরু – সহকারী পরিচালক
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৪
পরিবেশ ও মানব দেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রয়, বাজারজাত করণ ও ব্যবহার বন্ধে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অংশী জনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ফুলবাড়ি অফিসার্স ক্লাব হলরুমে পরিবেশ সুরক্ষায়, জলবায়ুর ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তথা পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদয়ঙ্কুর সেবা সংস্থার প্রকল্প ম্যানেজার রবিউল ইসলামের সঞ্চালনায় ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন এ্যাকশন এইড প্রতিনিধি মাশরেফা তারান্নুম, জেলা যুব ফোরাম সভাপতি আব্দুর রশিদ,উদয়াঙ্কুর সেবা সংস্থা’র প্রতিনিধি আব্দুল কুদ্দুস সরকার, ফুলবাড়ী বনিক সমিতির আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম, শিশু কানন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বক্তাগণ পরিবেশ ও মানব দেহের উপর পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ নভেম্বর ২০২৪ হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে মর্মে সকলকে অবহিত করেন ও এর প্রচার প্রচারণাসহ সকল সরকারি কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.