|| ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
আবুদাবিতে বিজয়া দশমদিনে মাতৃঘট নিরঞ্জন উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত।
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতে গত ২০ অক্টোবর ইং রবিবার সন্ধ্যায় ইলেক্ট্রা সামা টাওয়ারে -
শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ (আবুধাবি) আয়োজিত, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৪ইং
শুভ বিজয়ার দশম দিবস, মাতৃঘট নিরঞ্জন, উপলক্ষে
মাতৃ বন্দনা ও সমবেত উপাসনা, হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আবুধাবি সার্বজনীন শারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,
মোছাফ্ফা শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ,
আবুধাবি শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবা সংঘ মন্দির,
আবুধাবি শ্রী শ্রী রাধামাধব নামহট্ট ইসকন মন্দিরের ভক্তবৃন্দ ও শারদীয় দুর্গা পুজার পুরোহিত গণ।
উক্ত অনুষ্ঠানে শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের আয়োজক সদস্য ও ভক্তবৃন্দরা --: শারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদের সকল সদস্য বৃন্দদের সাথে শ্রদ্ধা বিনময় ও সম্মাননা স্মারক প্রদান করেন।
শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন -গীতা পাঠক শ্রী প্রশান্ত কুমার দাস এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শ্রী রাজীব কুমার সুশীল ও শ্রী রনি মুহুরী। উক্ত মিলন মেলায় গীতা পাঠ, চণ্ডীপাঠ, ভজন, কীর্তন, মহাপ্রসাদ বিতরণ ও দামোদর মাসে দ্বীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানের শেষে আগত সকল ভক্তবৃন্দদের নিয়ে সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.