|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে মাদক সহ এক মাদক কারবারি আটক।
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৪
:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈদ্যুতিক ফাঁদ পেতে মাদক বেচাকেনা করা মো.আশিক মিয়াকে আটক করেছে পুলিশ।
২০ অক্টোবর রোববার রাত ১২টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আশিক মিয়া নাছিরাবাদ গ্রামের মো. করিম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির ও এসআই মোহাম্মদ বাছির আলমের নেতৃত্বে সংগীয় ফোর্স গ্রামবাসীর সহায়তায় মাদক কারবারির আস্তানা ঘিরে ফেলে। আস্তানা জুড়ে বিদ্যুতের তারে বেষ্টিত ছিলো। প্রথমে না জেনে কাছে যেতেই ছিটকে গিয়ে পড়েন এক পুলিশ সদস্য। অল্পের জন্যে বিদ্যুৎপৃষ্ট থেকে রক্ষা পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুৎ লাইন কেটে মাদক কারবারির আস্তনায় প্রবেশ করে পুলিশ। সেখান থেকে এই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, ১১ হাজার টাকা ও নানান মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আশিক মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২১ অক্টোবর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার স্পেশালি নির্দেশনায়
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.