|| ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
আবুধাবিতে সিআইপি সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
আনজুমানে খুদ্দামুল মুসলেমীন (একেএমবি) কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ও মোছাফ্ফা শাখার সাধারন সম্পাদক আলহাজ মুহাম্মদ ওসমান খান বাংলাদেশ সরকার কতৃর্ক সিআইপি নির্বাচিত হওয়ায় আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ বাদে এশা মোছাফ্ফার ১০ নং সানাইয়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে সংগঠনের সভাপতি এসএম আজিমুল কদরের সভাপতিত্বে অনুষ্টিত হয়, অনুষ্ঠানে যৌথ পরিচালনা করেন মোহাম্মদ ফোরকান উদ্দিন জুয়েল ও মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরন আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক আবুধাবির ম্যানেজার মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক এস এম আবু তাহের, আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই'র সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আবুল কাসেম, মাওলানা আবদুল হক, মুহাম্মদ নাজিম উদ্দীন , দুবাই মুহাম্মদ রাশেদুল ইসলাম, তৈয়ব খান, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মুসলিম উদ্দীন উক্ত
সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ও ব্যবসায়ী নেতৃবৃন্ধ।
বক্তারা করোনাকালীন সময়ে একেএমবির অক্সিজেন ও এমবুলেন্সসেবা এবং লাশ দাফন-কাফনে সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে জনহিতকর কাজে এগিয়ে আসার অনুরোধ করেন।মুহাম্মদ ওসমান খাঁন সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সকল প্রবাসীদের উদাত্ত আহবান জানান।
পরে সংবর্ধীয় অতিথিকে ক্রেস্ট উপহার দেন ইউ,এ,ই এর সকল প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.