|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে বুরো বাংলাদেশের আঞ্চলিক অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে বুরো বাংলাদেশের আঞ্চলিক অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশের আঞ্চলিক অফিস ও ১০তম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে৷
শনিবার সকালে জেলার সদর উপজেলার সালান্দর ইউনিয়নের সালান্দর সাহাপাড়ায় কেন্দ্রটির উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন।
শুরুতে ৫০ টি পায়রা উড়ানোর মধ্য দিয়ে অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়৷ পরে সম্মেলন কক্ষে সংস্থাটির উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়৷
আলোচনা সভায় রংপুর বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পালের সভাপতিত্বে বক্তৃতা দেন সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক এম মোশাররফ হোসেন (অর্থ), সিরাজুল ইসলাম (বিশেষ কর্মসূচি), বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এর নির্বাহী পরিচালক ড.শহীদ উজ্জ জামান, সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক ছানোয়ার হোসেন। এসময় বিভিন্ন এনজিও এর কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে চলছে বুরো বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নতুন অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধমে এর অগ্রযাত্রা আরো সূদুর প্রসারি হবে৷ এ ছাড়াও সকলকে সংস্থাটির পাশে থাকারও আহবান জানিয়েছেন তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.