|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ঢোলডাঙ্গীতে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপী নারগুন সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
“কহরপাড়া ফুটবল একাডেমী”র আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বধু’র সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গেষ্ট অব অনার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, নারগুন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহাবুব আলম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, বিশিষ্ট সমাজসেবক মো: আনছারুল হক, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মো: রফিকুল ইসলাম, কহরপাড়া নি¤œ মাধ্যমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো: তরিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, ওয়ার্ড বিএনপি নেতা মো: ওসমান, বিশিষ্ট সমাজসেবক মো: আবু রায়হান মিঠু প্রমুখ।
ফাইনাল খেলায় ছোট খোচাবাড়ী ফুটবল টিম টাইব্রেকারে ৩-১ গোলে সেন্টারহাট বি.পি যুবসংঘ ও পাঠাগার টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ছিল। দিনব্যাপী খেলা পরিচালনা প্যানেলে ছিলেন আসাদুজ্জামান শামিম, জয়নাল আবেদীন, দারুল ইসলাম ও মুনিরুজ্জামান। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টের উত্তাপ বাড়িয়ে দেয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে আশ-পাশের এলাকার মোট ৮টি টিম অংশগ্রহন করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.