|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সেচ্ছাসেবক দল’র কর্মী সভা
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪
ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নতুন মুহুরীগঞ্জ বাজারে এ কর্মী সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম পাটোয়ারী।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নয়নের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোশারফ হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, আজম মনসুর রাসেল, নাজিম উদ্দীন নাজিম, গোলাম রসুল বাবলু, সাজিদুল ইসলাম রুবেল।
কর্মী সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা প্রতিটি সেচ্ছাসেবক দলের কর্মীকে মানুষের কল্যানে কাজ করে যেতে হবে। ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে ভোটারদের ধারে ধারে যেতে হবে।
কর্মী সভাকে সফল করতে সহযোগীতা ছিলেন সদস্য দিনার, নবী, ডলার, হেলাল, রাসেল সহ সংগঠনের নেতাকর্মী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.