|| ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ব্যবসায়ী বসতঘরে হামলা-ভাঙচুর, আহত -১
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৪
লক্ষ্মীপুরে রেখা বেগম ঘরে হামলা চালিয়ে ভাঙচুর পিটিয়ে আহত করা হয়েছে এই সময় নগদ ১,০০০০/ টাকার লুটে নেওয়ার
অভিযোগ উঠেছে। নিরব ও কুলছুমা বিরুদ্ধে শুক্রবার (১৮অক্টেম্বর) দুপুর ১২টায় সময় সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বরকন্দাজ বরবাড়িতে ডাবের ব্যবসায়ী মনির বসত ঘরে নিরব ও তার বাটিয়া লোক এ ঘটনা ঘটায়। আহতরা হলেন রেখা বেগম। পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, এ ঘটনার সময় ৮-১০ জন নিরবের নেতৃত্বে মনিরের বসত ঘরে ঢুকে পড়ে। ওই সময় রেখা বেগম ঘরে আসবাবপত্র ছিনিয়ে নেয়। সময় বাধা দিলে রেখা বেগম কাঠ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় রেখা কে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন ডাক্তার জানান, রেখা বেগমের বাম পা ভেঙ্গে গেছে তাকে ঢাকা মেডিকেলের রেফার করা হয়েছে
অভিযোগ কারী কুলসুমা বেগম মুঠোফোনে জানান, বাড়ির পাশের রেখা থেকে আমি ৩০০০/ তিন হাজার টাকা পাবোও
টাকা চাইতে গেলে রেখা, আমার সাথে গালমন্দ করতো এই নিয়ে আমার ছেলে নিরব জিজ্ঞেসাবাদ করতে গেলে আমার ছেলের সাথে
কথা কাটাকাটিতে ও হাতাহাতি হয়
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন বলেন, পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মারামারি হয়। ঘটনাস্থল গিয়ে পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.