|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নান্দাইলের পল্লীতে যুবকের উপর হামলা ৫জনের নামে থানায় মামলা
প্রকাশের তারিখঃ ১৮ অক্টোবর, ২০২৪
:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কাউয়ারগাতী গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়া ও পূর্ব শক্রতাবশত ১২ অক্টোবর একই গ্রামের মৃত সালেকের পুত্র নজরুল ইসলাম (৪০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত সহ তার নিকট থেকে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। উক্ত হামলার ঘটনায় নজরুল ইসলামের চাচা মোঃ ওয়াজিদ মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, নাজমুল, সুমন মিয়া, আনু হোসেনকে আসামী করে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলার বাদী জানান, উক্ত মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬/৩৪ ধারায় মামলা রেকর্ডভূক্ত করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ডভূক্ত করে এসআই মোঃ নজরুল ইসলাম খানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে আসামীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ প্রদান করা হয়েছে। বাদী ওয়াজিদ মিয়া জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীরা মামলা হরার পর থেকে থানা থেকে মামলা তুলে নিতে বাদীকে হুমকী দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মুশুলী ইউনিয়নের কাউয়ারগাতী গ্রামটি থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাম্প্রতিককালে একটি চক্র নানা অপরাধ সহ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের স্বার্থে মামলার সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতারে জোরদাবী জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.