|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে দীর্ঘদিন পর মাদ্রাসার পুকুর লিজ
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের সীমান্তে অবস্থিত ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ”কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নিজস্ব ছোট-বড় ২’টি পুকুর উন্মক্ত নিলামের মাধ্যমে লিজ প্রদান করা হয়েছে।
মাদ্রাসা প্রশাসন, ইউপি সদস্য নুরল হুদা মন্ডল ও স্থানীয় সুধীগণের সমন্বয়ে পুকুর লিজ কমিটি গঠন করা হয়। গত ৮ অক্টোবর উক্ত কমিটি মাদ্রাসার পুকুর ২’টি নিলামের মাধ্যমে লিজ দেওয়ার জন্য অত্র এলাকায় ব্যাপক মাইকিং ও প্রচার করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান বলেন, ছোট পুকুরের আয়তন ৬৩ শতক ও বড়টির ১ একর ২৪ শতক। ইতিপূর্বে ২০১৫ সালে ১ লক্ষ ১০ হাজার টাকায় পুকুর ২’টি লিজ দেয় মাদ্রাসার আগের কমিটি। গত ১৬’ই অক্টোবর মাদ্রাসার অফিস কক্ষে শিক্ষক/কর্মচারী, এলাকার সুধীজন ও নিলামে অংশগ্রহন করা সকল মৎস্যচাষীদের উপস্থিতিতে ১০ বছর পর সেই পুকুরগুলোই প্রায় ৩ লক্ষ টাকায় লিজ দেওয়া হলো। নিলাম কমিটির সমন্বয়ক স্থানীয় ইউপি সদস্য নুরল হুদা মন্ডল বলেন, মাদ্রাসার পুকুর ২’টি লিজ নেওয়ার জন্য অত্র এলাকার ৯’জন মৎস্যচাষী নিলামে অংশগ্রহন করেন। আজিম আলী ৭৭ হাজার টাকা সর্বচ্চ দরদাতা হিসাবে ছোট পুকুর ও ফরিদ হোসেন ২ লক্ষ ১০ হাজার টাকায় বড় পুকুর আগামী ৩ বছরের জন্য লিজ পায়। নিয়মঅনুযায়ী পুকুরগুলো লিজ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য, অধ্যক্ষ সাহেব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.