|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যে সুজনের জামিন না মঞ্জুর
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যে সুজনের জামিন না মঞ্জুর
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও জমি দখলের মামলায় জামিন নামঞ্জুর ও জেলগেটে ২ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক রহিমা খাতুন এ রায় প্রদান করেন।
জানা যায়, ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ৩ সেপ্টম্বর ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গীতে এ মামলাটি দায়ের করেন বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম (বাবুল)। উক্ত মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে তোলা হয় মাজহারুল ইসলাম সুজনকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.