|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
এছাড়াও বক্তব্য দেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারী মো. আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ প্রমূখ।
এসময় প্রধান অথিতির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে সকলের কল্যাণে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি জামায়াতে ইসলামী দেশের সংবিধান মানে, সংগঠনের গঠন তন্ত্র মানে। বিগত ফ্যাসিস্ট সরকারের বানোয়াট মামলায় আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছেন। অনেক মানুষ গুম ও নিহত হয়েছেন।
তিনি বলেন,আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলায় মাওলানা মতিউরল রহমান নিজামীকে হত্যা করেছেন, জামায়াতে ইসলামী গঠনতান্ত্রিক ধারায় ও বিধি-বিধান অনুসরণে করে দল পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় আগামী ২৫ ও ২৬ সালের জন্য আপনাদের ভোট নিয়ে ঠাকুরগাঁও জেলা আমীরের নাম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই জেলার সাংগঠনিক ও মানব সেবার কাজ আমরা জেলা আমিরের নেতৃত্বে সবাই মিলে দেশের কল্যাণে ও সমৃদ্ধির জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ।
সম্মেলনে জামায়াতের বিভিন্নউপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.