|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে নিখোঁজ গৃহবধূর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৪
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বলিবাড়ী গ্রামে ৮ মাস যাবৎ নিখোঁজ গৃহবধূ সাবিনা আক্তারের (৩৫) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ সাবিনা আক্তারের স্বামী ওমান প্রবাসী মো. কামরুলের বড় ভাই মো. ইকবাল হোসেন, বোন শেলিনা আক্তার, মা রহিমা বেগম ও নিখোঁজ সাবিনার দুই সন্তান মো. ইয়াছিন ও জান্নাত আক্তার।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ সালে অসুস্থ ছেলে-মেয়ের ঔষধ আনার কথা বলে সাবিনা আক্তার বাঙ্গরাবাজার যান সেখান থেকে তিনি লাপাত্তা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সাবিনা আক্তারের ভাসুর মো. ইকবাল হোসেন সাবিনা আক্তার বাবা নান্দু মিয়াকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি সালে নবীনগর থানায় নিখোঁজের সাধারন ডায়েরি বা জিডি করেন। অথচ দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। একাধিক বার জিডির আইওর সাথে যোগাযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মোঃ ইকবাল হোসেন জানান, আমরা দ্রুত তার খোঁজ চাই। আমার ছোট ভাইয়ের বউয়ের খোঁজ পেতে যা করনীয় তা করার আহবান করছি।
পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কে কোন তথ্য দিয়ে সহযোগিতা করার প্রয়োজন পরলে সহযোগিতা করবো।
এ বিষয় এ নিখোঁজ সাবিনা আক্তার এর বাবা নান্দু মিয়া জানান আমি আমার মেয়ের খোঁজ চাই আমার ধারণা ৮ মাসে যেহেতু আমার মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি তাই আমরা মনে করছি তাকে গুম করে মেরে ফেলেছে তাই আমি স্বামীর বাড়ির লোকজনের নামে কোর্টে মামলা করেছি, আমরা আমাদের মেয়ের খোঁজ চাই।
এ বিষয় এ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা নবীনগর থানার এসআই জাহাঙ্গীর জানান আমি গত আট মাস আগে থেকে নিখোঁজ হওয়ার গৃহবধূর সকল তথ্য সংগ্রহ করে তা নিয়ে গৃহবধূর খোঁজ পেতে যা করার প্রয়োজন করছি তদন্ত চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.