|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
আশুলিয়ায় ডাকাতি, কয়েক লক্ষ টাকার মালামাল লুট
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৪
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি তরে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
১৬ অক্টোবর, বুধবার ভোররাত চারটার দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট জহিরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ১৫ সদস্যের একদল অস্ত্রধারী সশস্ত্র ডাকাতদল একতলা বাড়ির পেঁপে গাছ দিয়ে ছাদে উঠে। পরে ছাদের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির পাঁচ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ড্রয়ার ভেঙে ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লক্ষ টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেননি।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই হারুনুর রশিদ বলেন, ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.