|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী লীগ নেতাদের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতাদের স্মরণে দোয়া মাহফিল করেছে দুবাইয়ের বসবাসরত আনোয়ারা উপজেলা প্রবাসী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা।
গত শনিবার (১২ অক্টোবর) রাতে দুবাই ইন্টারন্যাশনাল সিটির মদিনা রেস্টুরেন্টের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এসএম সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে, গিয়াসউদ্দিন সোহেল ও ইদ্রিস হুমায়ুনের যৌথ সঞ্চলনায় এটি অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরচ্ছফা মেম্বার, সংযুক্ত আরব আমিরাত আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের সহ সভাপতি সেলিম চৌধুরীর পিতা মরহুম আয়ুব আলী চৌধুরী ও আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি রাসেলের পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের স্মরণে বিশেষ দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়ূব আলী অলী চৌধুরী, প্রধান বক্তা হামিদ আলী,
বিশেষ অতিথি নজরুল ইসলাম, আবু তৈয়ব রাসেল, সেলিম চৌধুরী, সিরাজুদ্দৌলা, হুমায়ন চৌধুরী, আসাদ উল্লাহ, ওয়াহিদ চৌধুরী, সরওয়ার আলম, সাহাব উদ্দীন, ইমাম হোসেন টিপু, ইসমাঈল,
সালাহ উদ্দিন, মোনাজাত পরিচালনা করেন মৌলানা মো. ওসমান সাহেব।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.