|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতা সৃষ্টি ও বিস্ফোরক আইনের মামলায় গাজী মো. আমানুজ্জামান (৬৫ ) নামে জেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত গাজী মো. আমানুজ্জামান জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় বিএনপি নেতা আনিসুর রহমান মন্ডল বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় গাজী মো. আমানুজ্জামান সন্দেহের তালিকায় ছিলেন।
সোমবার দিবাগত রাতে তাকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারকৃত গাজী আমানুজ্জামানকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.