|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর সৈয়দপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৪
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীর সাহেবের ঘাট ব্রীজ সংলগ্ন সৈয়দপুরে জাঁকজমকপূর্ণ ভাবে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর শুভ উদ্বোধন করেন- উপজেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন চেয়ারম্যান।
১৪ই অক্টোবর (সোমবার) সন্ধ্যায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন- আমরা শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, সবাই ঐক্যবদ্ধ থাকুন, কেউ বিশৃঙ্খলা করবেন না এবং বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিবেন না। আমাদের এলাকায়ও ২/১ জন স্বৈরাচারের অনুসারী রয়েছে তারা অনৈতিক সুবিধার জন্য তাদের সাথে ছিল। আমরা কারও ক্ষতি করতে চাইনা।
চরছান্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুস সালাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি মঞ্জুর হোসেন মেম্বার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন - সওদাগরহাট বিপ্লবী যুবসংঘের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন, সোনাগাজী উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সমাজসেবক আমির হোসেন মিন্টু, শিক্ষক সাইফুল ইসলাম, বিপ্লবী যুব সংঘের উপদেষ্টা জসিম উদ্দিন, বসুরহাট জামে মসজিদের খতিব মোঃ ইব্রাহিম খলিল সিদ্দিকী ও প্রবাসী আবু আহমদ প্রমূখ।
বক্তাগণ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ও উন্নয়নের স্বার্থে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করতে সবাইকে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ ও আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.