|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কালিহাতিতে বিজয়া উদযাপনে দুই নৌকা সংঘর্ষে ঝরেগেল এক প্রাণ
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৪
দেবাশীষ কর্মকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে কালিহাতী পৌরসভার পুরাতন থানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় নিহত ব্যাক্তি হলেন, কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে অপু পাল (১২)।
কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো এবারো প্রতিমা বিসর্জ্জন দেওয়ার আগ মুহুর্তে বিভিন্ন নৌকা নিয়ে এলাকাবাসী ভ্রমণ করে থাকে। বিকেল চারটার দিকে নৌকার স্পিড বেশি থাকার ফলে দুইটি নৌকা সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ অপু পাল নামের কিশোরকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.