|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তির অপরাধে পোস্টদাতা সহ দুজন আটক।
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৪
রাজারহাটে ১২ই অক্টোবর শনিবার বিশ্বনবী হযরত মুহম্মদ (সা:) কে নিয়ে শাহিন আলম নামে এক যুবক তার সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে।
সামাজিক যোগা্যোগ মাধ্যম ফেসবুকে তার পোস্ট ছরিয়ে পড়লে নবী প্রেমী তৌহিদী জনতা তীব্র প্রতিবাদ জানিয়ে তার শাস্তি চেয়ে শোয়াইবুর রহমান,হাফিজুর রহমান,আব্দুল হাকিম সবুজ সহ শতাধিক ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে পোস্ট করেন।
নবী প্রেমী তৌহিদী জনতার নিকট নবীকে নিয়ে কটুক্তির খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গা থেকে শত শত মুসলিম জনতা রাজারহাট বাজারে দুপুর ১২:০০টায় জড়ো হয়ে শাহিন আলমের শাস্তি চেয়ে বিক্ষোভ করেন।
পরে বিক্ষোভকারী তৌহিদী জনতা রাজারহাট থানায় এসে নবীকে নিয়ে কটুক্তিকারী শাহিন আলম কে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবী জানান।বিক্ষোভকারীর মধ্যে উপজেলার গোবরধন গ্রামের নুরুল মন্ডলের ছেলে শোহাইবুর রহমান মন্ডল নবীকে কটুক্তিকারী শাহিন আলম কে প্রধান আসামী করে অজ্ঞতনামা কয়েকজন সহ রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায় ১২ই অক্টোবর সকাল ১০:১৫ টায় শোহাইবুর রহমান তার ফেসবুক আইডি তে প্রবেশ করলে শাহিন আলম নামের আইডি থেকে সকাল ৯:৪৫ টায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করার পোস্টটি তার টাইম লাইনে ভেসে উঠে।সঙ্গে সঙ্গে তিনি তার ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিলে দ্রুত সেটা ছড়িয়ে পড়ে।পরে উত্তেজিত জনতার পক্ষ থেকে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
থানায় শোহাইবুর রহমানের অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানা পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় আনুমানিক দুপুর ২ :০০ টায় অজ্ঞত স্থান থেকে শাহিন আলম সহ তার ভগ্নীপতি লাভলু কে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি অফিসে অধিকতর জিজ্ঞেসবাদের জন্য নিয়ে যাওয়া হয়।এদিকে মাগরিবের নামাজের পরে রাজারহাট বাজারে তৌহিদী মুসলিম জনতা নবীকে কটুক্তিকারী শাহিন আলমের ফাসী চেয়ে বিক্ষোভ করেন।উল্লেখ নবীকে কটুক্তিকারী শাহিন আলম উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপন চৌকন গ্রামের আব্দুর রফিকের ছেল।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সাংবাদিক কে জানান,অভিযোগের এক ঘন্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় শাহিন আলম ও তার ভগ্নীপতি লাভলু মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি হেফাজতে রাখা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.