|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে মন্ডব পরিদর্শনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুকু
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ নায়ক ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তালুকদার রুকু শনিবার নবমী-দশমী তিথিতে শারদীয় দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃঙ্খল ও যথাযোগ্যভাবে উদযাপনের লক্ষে উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে পুজা কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় উপস্হিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সহ আরো অনেকে।
পরিদর্শন কালে বিভিন্ন মন্দির কমিটির সভাপতি -সম্পাদকদের সাথে উৎসব পালনের সার্বিক বিষয়ে কথা বলেন তিনি।
এসময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী উদ্দেশ্যে বলেন, অসম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করব। এখানে কোন ভেদাভেদ থাকবেনা। নিবিঘ্নে পুজা উদযাপনে কোন বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.