|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৪
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা।
১৩ অক্টোবর রোববার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হয় তাদের এই উৎসব।
এ উপলক্ষে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত অনুরাগীদের চলে প্রস্তুতি । শেষ মুহুর্তে চলে দেবীর বিজয়া দশমী পূর্জাচনা। পরে দেবীর চরণে সিঁদুর দান করেন নারী ভক্তরা।
বিকেল ৫টায় ঢাক আর ঢোলের তালে বের হয় দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা। পরে শহর প্রদক্ষিণ শেষে বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করা হয় দেবী প্রতিমা।
উল্লেখ্য যে, এবার উপজেলায় ৭৬ টি মন্দিরে দূর্গাৎসোব অনুষ্ঠিত হয়। নির্বিঘ্নে উৎসব পালনে শুরু থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত আনসার সদস্যের পাশাপাশি পুলিশ,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে দায়িত্ব পালনে নিযুক্ত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.