|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৪
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নান্দাইলে র্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ন্যায় নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নান্দাইলের মোঃ আহসান উল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমিও নান্দাইল পৌর প্রশাসক ফয়জুর রহমান, নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর নান্দাইল পৌরসভার ০১ ওয়ার্ড ভিডিসির সদস্য নাজিম উদ্দীন প্রমুখ। একসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আজ স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.