|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
হেদায়েত উল্লাহকে সভাপতি ও জিএম বাবুকে সাধারণ সম্পাদক করে উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে ১৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৪-২০২৬) উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এই কমিটিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হেদায়েত উল্লাহকে সভাপতি ও আরটিভি প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও জিএম সাফিনুর ইসলাম মেজরকে সিনিয়র সহ:সভাপতি , আ: রাজ্জাক মাহমুদকে সহসভাপতি , এসএম আশরাফুল আজমকে ১ নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান লিমনকে ২ নম্বর যুগ্ন সাধারণ সম্পাদক, রকিবুল হাসান বিদ্রোহীকে কোষাধ্যক্ষ, আফজাল শরীফকে দপ্তর সম্পাদক, শাহজাহান পারভেজ শাহীনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক , ইলিয়াছ শাহকে সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সরকার আকতার হোসেন, রিপন মিয়া , হারুন উর রশিদ ও এফএইচ ইমরুল কবিরকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়।
উপজেলা প্রেস ক্লাবের নতুনকে কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সুশীল ও সামাজিক সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.