|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যৌথ বাহিনীর অভিযানে নিরপরাধ ব্যক্তি হয়রানি না হয়, চান্দ্রা ইউনিয়নে যুব সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৪
চান্দ্রা ইউনিয়নে যুব সম্মেলন অনুষ্ঠিত
যৌথ বাহিনীর অভিযানে নিরপরাধ কোন ব্যক্তি যেন হয়রানীর শিকার না হয়
......শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি ও ন্যায় বিচার বা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
বর্তমান পুলিশী অভিযান চলছে বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, আমার কথা হচ্ছে নিরপরাধ কোন ব্যক্তি যেন হামলা মামলা ও হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কারণ অনেক স্বার্থান্বেষী মহল ব্যক্তি আক্রোশ ও প্রতিহিংসাবশত হয়ে এই সুযোগের অসদ্ব্যবহার যাতে না করতে পারে প্রশাসনের সেই দিকে সতর্ক খেয়াল রাখতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) ইসলামী যুব আন্দোলন ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মনে রাখতে হবে জুলুম নির্যাতনের সাময়িক স্বাদ আস্বাদন হলেও তা দীর্ঘস্থায়ী হয় না। পরবর্তী সময়ে এই জুলুম তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আওয়ামী দুঃশাসনের নির্লজ্জ পতন থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে আমরা এখনো বোকার স্বর্গে বাস করছি। আজকের এই যুব সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি গণহত্যাকারীদের বিচার, সন্ত্রাস ও দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি PR প্রবর্তন, চিহ্নিত দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরির জোর দাবি জানাচ্ছি।
যুব নেতা ক্বারী মোহাম্মদ মোস্তফা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, ইসলামী আন্দোলন ১২নং চান্দ্রা ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন নেয়ামত সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাপশন: ইসলামী যুব আন্দোলন ১২নং চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.