|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন।।
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর। ১১ অক্টোবর শুক্রবার রাতে পাঁচবিবি পৌরসভার অন্তর্ভুক্ত ১৪টি পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিদর্শক (উপসচিব ) সরকার মহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোড়দারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.