|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৪
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ বীর এর একটি আভিযানিক দল।
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টােবর) ২০২৪ ইংরেজী তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ৩০মিনিটের সময়
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১হাজার ২শ ৬০টি বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র ও বাংলাদেশী ৯৯হাজার ১০০শ টাকা, ভারতীয় ২ হাজার ২শ ৯০টি, রুপি ও ৩০ কাতারিয়ান রিয়ালসহ একই পরিবারের ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূঁইয়ার পুত্র সিয়াম ভূঁইয়া, আলমগীর ভূঁইয়া স্ত্রী মোছাঃ রুবি আলমগীর ভূঁইয়া, আলমগীর ভূঁইয়ার পুত্র সানি ভূইয়া ও আলমগীর ভূঁইয়ার পুত্র সামি ভূঁইয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অস্ত্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর 01716796398
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.