|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
রাণীশংকৈলে সাংবাদিক আনোয়ারের বাবার জানাযা ও দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেনের পিতা সিরাজুল ইসলাম (৯৭) বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার ৯ অক্টোবর রাতে নেকমরদ বাজার সংলগ্ন নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার ১০ অক্টোবর সকাল ১১ টায় মরহুমের জানাযা নামাজ নেকমরদ বাজার সংলগ্ন আনারুলের হাস্কিং মিলের চাতালে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাযা নামাজে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ,আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশি,শুভাকাঙ্ক্ষী ও জেলা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা, চার পুত্র সন্তান,আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাংবাদিক আনোয়ারের পিতার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলাসহ বিভিন্ন উপজেলা ও ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি- সম্পাদকসহ সমগ্র জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরাও গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.