|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে আদর্শ সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৪
"সময়ের তাৎপর্যে শ্রেষ্ঠ ভূমিকা এখন শিক্ষকের" এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে "আদর্শ সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) বাদ মাগরিব বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়পুরস্থ দিনাজপুর উত্তর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ও দিনাজপুর উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিনুর রহমান।
আদর্শ শিক্ষক ফেডারেশনের
নেতা মাওলানা মোঃ নুরুল্লাহ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেষ্টা বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ মাইনুল আলম ও
আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ তৈয়ব আলী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানসামা মহিলা কলেজের প্রভাষক মোঃ একরামুল হক, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, চেরাডাঙ্গী আলিম মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মোঃ মতিউর রহমান, শিক্ষক নেতা মোঃ শাখাওয়াত হোসেন, দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা মাওলানা মোঃ আব্দুর রহিম, মোঃ মোজাম্মেল হক, মোঃ মোতাহার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার মাদরাসা বিভাগের সভাপতি মাওলানা মোঃ সাদেকুল ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.