|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানালেন ভারতীয় কর্মকর্তার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী ভারতে গেছেন জননেএী শেখ হাসিনা। তবে তার গন্তব্য নিয়ে শুরু হয় নানা মহলে নানা গুঞ্জন।
সম্প্রতি দিল্লি ছেড়ে জননেত্রী শেখ হাসিনা আরব আমিরাতে গেছেন বলে এমন খবর প্রচার হচ্ছে স্যোসাল মিডিয়া পেইজ বুক সহ ইউটিউবে। তবে মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন।
প্রতিবেদন মতে, দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,জননেত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন তিনি ভারতেই অবস্থান করছেন। তার মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন তারা।
বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষের বরাতে একটি প্রতিবেদনে বলা হয়, তিনি গত আটচল্লিশ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন –এবিষয়ে তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন জননেএী শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!
তবে তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি – কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।
দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি।
তিনি যদি পরে তৃতীয় কোনও দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনও কারণ নেই!
ফলে জননেএী শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’কে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.