|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শারদীয় শুভেচ্ছা ও রাজনৈতিক স্বার্থচর্চা মুক্ত হোক দুর্গাপূজা। রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, ছাত্র মহাজোট।
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা সকল দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং মন্দির কে রাজনৈতিক স্বার্থচর্চা থেকে মুক্ত হতে অনুরোধ করেন। তিনি বলেন - বাংলাদেশের সনাতনীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটি আনন্দ উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।জাতপাত,ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি অসাম্প্রদায়িক চেতনা কে সংস্কৃতির বন্ধনকে একত্রিত ও যুক্ত করে। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী ও দুষ্টু বুদ্ধি বিশ্বাসী সাম্প্রদায়িক ষড়যন্ত্র করতে চায় যা প্রতিবছরই উলক্ষ্যযোগ্য। এইসব মুক্ত করতে হলে কিছুটা মন্দির কমিটি বা পূজা কমিটিকেও সচেতন হতে হবে। নিজেদের স্বার্থ আদায়ের জন্য রাজনৈতিক মন ভাব ও স্বার্থচর্চা থেকে মুক্ত হতে হবে। অতিরঞ্জিত পক্ষপাতিত্ব রাজনীতিকভাবে হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। পূজা মন্ডপে আমন্ত্রিত সকল পক্ষেই সমমান মর্যাদা পোষণ করে। এতে করে বিরূপ মন্তব্য চিন্তা ভাবনা পক্ষপাতিত্ব করেনা। রাজনৈতিক ব্যক্তিবর্গ পূজা কমিটিতে না থাকায় উত্তম সে ক্ষেত্রে রাজনীতির বিরূপ প্রতিক্রিয়া না দেখা যেতে পারে। সর্বদা সকল সতর্কতা অবলম্বন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অন্যত্রে অন্য কোন ধর্ম নিয়ে মন্তব্য করা যাবে না। প্রশাসনের সাথে সাথে পূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক সর্বদা নিরাপত্তায় রাখতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.