|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার দুধর্ষ ডাকাত গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার দুধর্ষ ডাকাত মোঃ শরীফুল ইসলাম সম্রাট (২৪) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ভোরে আন্তজেলা ডাকাত দলের এই সদস্যকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সম্রাট জোরারগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মোঃ ইলিয়াছ হোসেন এর ছেলে।জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শরীফুল ইসলাম সম্রাট (২৪) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সহ জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি নিজ এলাকায় অবস্থান করছে। ভোর রাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।এলাকাবাসী জানায়, সম্রাটকে গ্রেফতারের ফলে জোরারগঞ্জ থানা এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আসামীকে যথাযথ আইনী প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.