|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানব বন্ধন
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
শিক্ষাই জাতির মেরুদন্ড অথচ যারা শিক্ষা দেয় সেই শিক্ষা গুরুরাই আজ অবহেলিত। টিফিন ফি বেতনসহ নানান বৈষম্যের শিকার। তাই এই বৈষম্য দূর করে ন্যায্য অধিকার আদায় লক্ষ্যে সারা দেশের ন্যায় আজ ৯ই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১টায় পাঁচবিবি পৌর শহরের ৩ মাথা টু পাঁচমাথা সড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে অত্র উপজেলার প্রায় ৩ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড ও ব্যানার হাতে এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষকদের নানান সমস্যা ও দাবীর কথা তুলে ধরে বক্তব্য রাখেন,দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মুসারাত সুলতানা মুক্তা, কাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা নাজনীন, কলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল মুকিম, সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম,কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুস সাদাত, আটুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়সার রহমান ও ধরঞ্জী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আদম আলী প্রমুখ।
শেষে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক স্বরপলিপি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর বরাবর প্রেরনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রদান করেন শিক্ষকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.