|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলাবাসীকে পিবিআই বিদায়ী পুলিশ সুপারের শুভেচ্ছা
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
বিদায়লগ্নে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ পিপিএম সেবা চাঁদপুরবাসীকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন, আমি চাঁদপুরে ২২ মাস দায়িত্ব পালন করেছি। এখানে এসে কাজের মাধ্যমে পেশাগতভাবে পুলিশের সর্বোচ্চ পদকে (পিপিএম) সম্মানিত হয়েছি। আর এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ছিলো অনন্য।
তিনি বলেন, আমি আসার পর থেকেই আপনাদের সাথে আমার সব সময়ে যোগাযোগ ছিলো। আপনারা আমাকে নানা ঘটনার তথ্য দিয়ে পিবিআই’র কাজকে সমৃদ্ধ করেছেন। যে কারণে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আশা করি যিনি এখন দায়িত্বে থাকবেন উনাকেও একইভাবে সহযোগিতা করবেন।
পুলিশ সুপার বলেন, পিবিআই বিচার প্রার্থীদের সেবা দিয়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে জেলার অনেক উপজেলা থেকে লোকজন পিবিআই এর কাছে এসেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সহযোগিতা করেছি। আদালতের মামলা ছাড়াও সাধারণ মানুষের নানা সমস্যার বিসয়ে সরাসরি প্রায় শতাধিক অভিযোগ সমাধান করতে সক্ষম হয়েছি। আমাদের প্রত্যেক অফিসার গুরুত্বসহকারে এ কাজগুলো করেছেন। আমাদের প্রত্যেকটি সংবাদ গণমাধ্যম তুলে ধরেছে।
বদলী হওয়ার তড়িগড়ি করে চলে আসা। অনেকের সাথে দেখা করার ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে উঠেনি। আমার সময়- সুযোগ থাকলে কালীবাড়ী, বাবুরহাট কিংবা জনাকীর্ণ বিভিন্ন মোড়ে দাড়িয়ে আপনাদের সবার সাথে হাত মিলিয়ে আসতাম। আপনারা ভাল থাকবেন, আমার জন্য দোআ করবেন এবং মনে রাখবেন আমাকে। আবার আসা হবে কিনা জানিনা তবে কাজের ফাঁকে, অবসরে কিংবা আজ থেকে বহু বছর পরেও হয়ত আনমনে আমার নিশ্চয়ই মনে পড়বে চাঁদপুরবাসীর কথা।
পিবিআই চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার
২৫তম বিসিএস এ ২০০৬ সালের ২১ আগষ্ট তিনি পুলিশে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জের এএসপি হেডকোয়ার্টার, এস এস এফ প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিএমপি ট্রাফিক বিভাগে এসি ট্রাফিক, ২০১৫ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পিবিআই হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম এন্ড ফরেনসিক হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মো. মোস্তফা কামাল রাশেদ সদা হাস্যোজ্জল দক্ষতাসম্পন্ন চৌকশ একজন সরকারি কর্মকর্তা, তিনি দক্ষতা দিয়ে কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ সরকারি কর্মকতা। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের কাছে প্রশংসিত। মোস্তফা কামাল রাশেদ ২০১৫ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে পিবিআই হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম এন্ড ফরেনসিক হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ইতালিতে একবার, ভারতে দুইবার, থাইল্যান্ডে দুইবার তদন্ত বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.