|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব দক্ষিনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিন উপজেলার উদ্যোগে বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণপুর বাজারে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আনসার আহমেদ'র (পীর সাহেব বাগিচাপুর) সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী, চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক
শাহজামাল গাজী সোহাগ, সংখ্যালগু বিষয়ক সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক -
শেখ মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা-উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
সবাবেশে বক্তারা বলেন, আমরা যারা এখন ক্ষমতার নেশায় মত্ত হয়ে আছি লুটপাট চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছি তাদেরকে অনুরোধ করব এ জঘন্যতম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। এদেশের মানুষ এখন আর বোকা নয়। বিগত ৫৩ বছরের ইতিহাসকে ধারণ করেই আগামী দিনের বাংলাদেশের অভিভাবক নিযুক্ত করবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে হবে। তাই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত নির্বাচন করতে হলে (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতি সবচাইতে নিরাপদ। তাই আমরা PR পদ্ধতি প্রবর্তন চাই।
ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলায় গন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক
শাহ জামাল গাজী সোহাগ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.