|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদ সহ মোশারফ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর সদসরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর ৫ টায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর সদস্যরা।
অভিযানকালে ২৪ বোতল মদ সহ রামরামপুর গ্রামের মান্দু শেখের ছেলে মোশারফ হোসেন (২৪) কে আটক করা হয়।
অপরদিকে সোমবার রাতে পৃথক অভিযানে ইসলামপুর এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম শিপন (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে জামালপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
তিনি আরও জানান, ডিবি-২ এর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.