|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৭ আসামী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সাত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল খালেক, খোরশেদ আলম, অবল মিয়া , মনসুর আলী, সয়ন মিয়া, আবুল হায়াত ও সাদামাও।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.