|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ছাত্রদলের মৌন মিছিল ও স্মরন সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবি মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল মৌন মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ ছাত্রদল মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করে। কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল শেষে স্মরণ সভার অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় কলেজ ছাত্রদলের নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে ছাত্রলীগের বর্বর সন্ত্রাসী হামলা ও অমানবিক নির্যাতনের শিকার ঢাকা বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌন মিছিল করছি। একইসঙ্গে তার আত্বার মাগফেরাত কামনায় স্মরণ সভার আয়োজনও করেছি। আবরারের ৫ম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে একদিনের কর্মসূচির অংশ হিসেবে আমরা মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ ছাত্রদল মৌন মিছিল করছে। স্মরণ সভায় বক্তব্য রাখেন মহীপুর হাজী মহাসীন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমানুর রহমান, যুগ্ন-আহবায়ক আল-ইমরান মন্ডল, কলেজ ছাত্রদল নেত্রী সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার ও আয়মারসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ নিয়ামুল হাসান রাহুল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.