|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে খুন-ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে খুন ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল হান্নান কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পাঁচবিবি থানা পুলিশ সূত্রে জানা যায়,গত সোমবার দিবাগত রাতে থানার এস আই সুশান্ত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলার কয়া সীমান্তবর্তী এলাকা থেকে উপজেলার গোবিন্দরপুর গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র মোঃ আব্দুল হান্নানকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কাওছার হোসেন জানান, ধৃত আসামীর বিরুদ্ধে পাঁচবিবি থানার খুনসহ ডাকাতি মামলা রয়েছে। মামলা নং-১৯, তারিখ-১৮/০৫/২০০৯ সাল। ধারা-৩৯৬ পেনাল কোড,জিআর নং-১৬৫ /০৯ (পাঁচ) এর সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.