|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে নিখোঁজের দুইদিন পর নৌকার মাঝির ভাসমান লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজের দুইদিন পর হিল্লাল হোসেন (৩৭) নামের এক নৌকা চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। সে নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের নোয়াব আলীর ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যায় হিল্লাল হোসেন দুইজন যাত্রী নিয়ে দূর্গারামপুর যান। সেখান থেকে না ফেয়ার কারনে নিহত হিল্লাল হোসেনের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ৭অক্টোবর নবীনগর থানায় অভিযোগ দাখিল করেন। গতকাল মঙ্গলবার সকালে চরলাপাং মেঘনা নদীতে লাশ দেখে এলাকাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে
ওসি হুমায়ন কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.