|| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
একদফা দাবিতে ফের চাঁদপুরে নার্সদের ৪ ঘণ্টা কর্মবিরতি
প্রকাশের তারিখঃ ৮ অক্টোবর, ২০২৪
সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারন পূর্বক পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের ১ দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর হাসপাতালের সকল নার্স জরুরী সেবা চালু রেখে সকাল ৯ টা থেকে দুপুর ১ ট পর্যন্ত ৪ ঘন্টার কর্মবিরতি পালন করেন চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
কর্মবিরতিতে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরের পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এ কারণে ফের কর্মবিরতির ডাক দেয় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।
সকল স্তরের নার্সরা এই প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নার্স সমাজ যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আসছে। আমাদের দাবি ছিল-নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার এবং অতিরিক্ত দায়িত্ব না দিয়ে পূর্ণ দায়িত্ব দিতে হবে। পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন সুলতানা, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর সাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী আক্তার, রুহুল বাশার, মাহবুব হাসান, নার্সিং কর্মকতা ইউসুফ ভূঁইয়া, সবুজ হোসেন, শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, শান্তসহ, চাঁদপুর সদর হাসপাতালের কর্মরত সকল নার্সরা।
ছবির ক্যাপশন: একদফা দাবিতে জরুরী সেবা চালু রেখে ফের চাঁদপুরে নার্সরা ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.