|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় সিএনজি চালক ইলিয়াস খুন
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৪
সেপাল নাথ
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পাঠাননগর ইউনিয়ন পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে সিএনজি চালক মো. ইলিয়াস খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাতে এ খুনটি সংঘটিত হয় বলে জানাযায়।
সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে গিয়ে ইলিয়াসের মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় ইলিয়াসের স্ত্রী কোহিনুর বেগম ওরপে শেফালী, দুই পুত্র রাকিব, আসিফ ও পুত্রবধূকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
এদিকে স্থানীয়রা জানান, ইলিয়াস ও তার দুই ছেলে মাদকদ্রব্য সেবন করত ও পারিবারিক কলহ সবসময় লেগেই থাকতো। তবে কি কারণে খুন হয়েছে সে বিষয়ে কিছুই জানেনা।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ধারণা পারিবারিক কলহের জের ধরে এ খুন হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আসল তথ্য বের হলে পরবর্তী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.