|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন ঢাকায় গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৪
শান্তুুু ধর,কচুয়া প্রতিনিধি
কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন (৪৯) ঢাকার রামপুরা থেকে গ্রেফাতার করা হয়। রবিবার মধ্য রাতে টিভি লিংক রোড, পূর্ব রামপুরা তার বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন, রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল জুবাইর। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই রামপুরায় পুলিশ, র্যাব ও বিজিপি গুলি বর্ষণের সময় আন্দোলন কারীদের উপর আসামীগণ দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলন কারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে করে অসংখ্য আন্দোলনকারী হতাহত ও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় রামপুরা থানার বাসিন্দা হাসিব আহসান নামে একজনের মৃত্যু হয়। ওই মামলায় বাদী মাসুদ রানা রামপুরা থানায় সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ আওয়ামী লীগ নেতা ৭১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং ০৪, তারিখ ০৩/০৯/২০২৪ খ্রি:) ওই মামলা কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনকে আসামী করা হয়।
হাইকোর্ট বারের তাঁর আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, রামপুরা থানায় একটি হত্যা মামলায় ইকবাল আজিজ শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে সরকার পক্ষের আইনজীবী রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
ছবি: পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনকে পুলিশ ভ্যানে আদালতে নেয়া হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.