|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
রাজারহাটে বন্যাদুর্গত ও নদীভাঙ্গন কবলিত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
রাজারহাটে রবিবার বিকেল ৫:০০টায় ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাট ও বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাট বন্যা আশ্রয় কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদূর্গত ও নদী ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে চাল,ডাল,চিরা ও শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়।দুই ইউনিয়নে প্রায় ৫০০ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি'র সভাপতি তাসভীর উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,কুড়িগ্রাম জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল।
এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী,বিদ্যানন্দ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম,বিদ্যানন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.