|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মো.কাওছার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন- পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী ,এসআই সুশান্ত কুমার, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সজল কুমার দাস,সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাস্টার,কোষাধক্ষ্য শাখাওয়াত হোসেন, দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক দুলাল অধিকারী, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক মোঃ দবিরুল ইসলাম,
এছাড়া আরও উপস্থিত ছিলেন- সময়ের আলো পত্রিকার পাঁচবিবি সংবাদদাতা,ও দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, আমাদের সময় পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি উল্লাস কুমার হাজরা,দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নির্মল রায়, সাংবাদিক শাহজালাল, জহুরুল ইসলাম।এসময় সাংবাদিকরা পাঁচবিবির সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয় তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ ওসি কাইছার হোসেন পাঁচবিবি কে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান জানান। সাংবাদিক ও পুলিশ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সবকিছুই সম্ভব বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.