|| ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২৪
ঢাকা থেকে প্রকাশিত মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক স্বদেশ বিচিত্রা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান আয়োজিত নগরীর আপার যশোর রোড গোয়ালখালী বাসস্ট্যান্ড সংলগ্ন নতুনতারা ভবন খুলনাস্হ দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় কার্যালয়ে আজ ৫ অক্টোবর ২০২৪, শনিবার, বিকাল ৪ টায় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা ব্যুরো প্রধান স্বদেশ সরকার এর সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুর মিনা এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহঃ সম্পাদক উত্তম কুমার দাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র বিশেষ প্রতিনিধি এ জি রানা। বটিয়াঘাটা প্রতিনিধি শ্রীগৌরদাস বিশ্বাস। দিঘলিয়া প্রতিনিধি ইব্রাহিম মনির। বিশেষ প্রতিনিধি আল মামুন বাদল। তেরখাদা প্রতিনিধি আকরাম হোসেন মল্লিক, ফটো সাংবাদিক জুলফিকার আলী মোড়ল , ইরানি পারভীন প্রমূখ।
২ নভেম্বর ঢাকায় রাজমনি ঈসাখাঁ ব্যাংকুয়েট হলে দিনব্যাপী দৈনিক স্বদেশ বিচিত্রা এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা বিভাগীয় উদযাপন কমিটি গঠন করা হয় এবং পত্রিকার প্রচার ও প্রসারের লক্ষ্যে খুলনা বিভাগের প্রতিটি জেলায় সফর কর্মসূচি গ্রহণ করা হয়। সবশেষে দেশ মানুষের এবং দৈনিক স্বদেশ বিচিত্রা'র উন্নয়ন ও মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.