|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা পাড়ে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন।শুক্রবার দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম ঈদগাহ মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্যসামগ্রী(চাল,ডাল,আলু,তেল,চিড়া,লবন,স্যালাইন)বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও গেটকো গ্রুপের নির্বাহী পরিচালক রুহুল আমিন আশিক,যুগ্ন সম্পাদক ও আশিক কম্পোজিটের হেড অব মার্কেটিং কর্মকর্তা জিল্লুর রহমান,সাংগঠনিক সম্পাদক ও যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম সবুজ এবং কার্যকরী কমিটির সদস্য ও ওএসএন সোর্সিং এর সিইও সাঈদ রিমন প্রমুখ।এসময়ে উপস্থিত ছিলেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি,
ইউসুফ আলমগীর,সময় টিভির জেলা প্রতিনিধি বাদসা সৈকত,চ্যানেল আই জেলা প্রতিনিধি শ্যামল চন্দ্র ভৌমিক,ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওহিদুজ্জামান তুহিন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.