|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ কাওছার আলীর যোগদান
প্রকাশের তারিখঃ ৩ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোঃ কাওছার আলী যোগদান করেছেন। তিঁনি ২রা অক্টোবর সন্ধ্যয় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি পাঁচবিবি থানায় যোগদানের পূর্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক (ডিআইও-১) হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহনকালে বিদায়ী অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান নবাগত অফিসার ইনচার্জ কে ফুল এর তোড়া দিয়ে অভ্যার্থনা জানান। এসময় থানার অন্যান্য অফিসারগনও তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
গত ২৯ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিদায়ী ওসি ফসলাল বিন আহসান কে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জে বদলী করা হয়েছে। মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতিকল্পে সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি মোঃ কাওছার আলী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.